সুড়ঙ্গে জল ঢোকা বন্ধ মেট্রোর আশ্বাসের পরেও বউবাজারে আজ খালি করা হতে পারে আরও বেশ কিছু বাড়ি

মেট্রোর সুড়ঙ্গে জল ঢোকা বন্ধ হয়েছে। এমনই দাবি করেছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, নতুন করে মাটি ক্ষয় হয়নি। কিন্তু তবুও আতঙ্ক পিছু ছাড়ছে না এলাকার বাসিন্দাদের মনে। খালি হতে পারে আরও কিছু বাড়ি। শুক্রবার রাতভর ওই এলাকা পর্যবেক্ষণ করেন মেট্রোর আধিকারিকরা।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য শুক্রবার ভোরে বউবাজারের মদন দত্ত লেন এলাকার বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। আতঙ্কে ঘরছাড়া হন প্রায় ১০ টি পরিবারের সদস্যরা।রাতারাতি হোটেলে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল এলাকার একাধিক বাসিন্দাকে। শনিবার সকাল হতেই ফের নিজেদের বাড়ির সামনে এসে দাঁড়ান তাঁরা। ঘরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অনেকে ভিড় জমান। চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন মদন দত্ত লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দারা। ইতিমধ্যেই বউবাজারের ওই এলাকা থেকে দেড়শোর বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সমস্যার স্থায়ী সমাধানের উদ্দেশ্যে শনিবার KMRCL কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের দাবি বেশ কিছু চিহ্নিত করে ভেঙে ফেলে ফের নতুন করে তৈরি করে দিক মেট্রো রেল।

যদিও কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড অর্থাৎ KMRCL-এর ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, যে জায়গা দিয়ে সুড়ঙ্গপথে জল ঢুকেছিল সেখানে কংক্রিট ঢেলে দেওয়া হয়েছে। এরপর গ্রাউটিংয়ের কাজ চলছে।

Comments are closed.