নেতাইয়ে যেতে বাধা রাজ্যের বিরোধী দলনেতাকে, বাড়ির সামনে সিসিটিভি, আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট  

আদালতের অনুমতি থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে নেতাইয়ের যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তাঁর বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানোর অভিযোগও আনেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই মামলায় রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট।

শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল, আদালতের অনুমতি থাকা সত্ত্বেও তাঁকে লালগড়ের নেতাইয়ে শহিদ স্মরণ কর্মসূচিতে যোগ দিতে বাধা দিয়েছে পুলিশ। শুভেন্দুর আরও অভিযোগ ছিল, তাঁর কাঁথির বাড়ির সামনে রাত ২টো পর্যন্ত উচ্চস্বরে মাইক বাজানো হয়। পাশাপাশি তাঁর উপর নজরদারির জন্য বাড়ির দরজা, জানালা লক্ষ্য করে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখার্জি জানান, গত ৭ জানুয়ারি নেতাইয়ের মূল কর্মসূচিতে শুভেন্দুকে ঢুকতে বাধা দেয়নি পুলিশ। উনি ২০১১ সালের নেতাই কাণ্ডে নিহতদের এক জনের বাড়িতে যেতে চেয়েছিলেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথের যুক্তি, নিরাপত্তার স্বার্থেই বিরোধী দলনেতার বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা বসিয়েছে পুলিশ।

Comments are closed.