মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে আগামী সপ্তাহেই হাইকোর্টে যাওয়ার হুমকি শুভেন্দু অধিকারীর

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে ফের সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে হাইকোর্টে যাওয়ার হুমকি দিলেন তিনি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামি সপ্তাহে হাইকোর্টে যাব।

মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরেই শুভেন্দু অধিকারী দলত্যাগ বিরোধী আইন নিয়ে সরব হয়েছিলেন। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে স্পিকার বিমান ব্যানার্জির কাছে পিটিশন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী জানান, দ্রুত দলত্যাগ বিরোধী আইন কার্যকর করব। তিনি আরও বলেন, মুকুল রায় কোন দলের বিধায়ক তা জানান মমতা ব্যানার্জি।

কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন মুকুল রায়। এরপর তিনি যোগ দেন তৃণমূলে। তৃণমূলে যোগ দেওয়ার পরেই শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি বাংলা। আমি বিরোধী দলনেতা হিসেবে বলছি, দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে দেখাব। এরপর বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন মুকুল রায়।

এরমধ্যে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মুকুল রায়। তিনি জানিয়েছেন আবার ভোট হলে কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী হলে তিনি জিতবেন। কিন্তু সেটা তৃণমূলের টিকিটে নয়, বিজেপির টিকিটে।

Comments are closed.