তৃণমূলে আছেন দলীয় কর্মসূচিতে নেই! শিশির-দিব্যেন্দুও কি বিজেপির পথে?

কাঁথির শান্তিকুঞ্জ কোন দিকে? বাড়ির এক ছেলে তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। বাড়ির কর্তা শিশির অধিকারী পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সভাপতি। ছেলে দিব্যেন্দু তমলুকের তৃণমূল সাংসদ। কিন্তু শুভেন্দুর দলবদল গোটা আবহ রাতারাতি বদলে দিয়েছে। শিশিরবাবুর পদ এখনও আছে ঠিকই কিন্তু মেদিনীপুরের কলেজ মাঠের জনসভায় আমন্ত্রণ পেয়েও যাননি অধিকারী বাড়ির কোনও সদস্য। প্রকাশ্যে কোন বক্তব্যও রাখেননি। শেষ জানিয়েছিলেন ছেলে বিজেপিতে গেলেও তিনি নেত্রীর সঙ্গেই আছেন। কিন্তু তারপর থেকে এমন কোনও ঘটনা ঘটেনি যেখানে শিশিরবাবু বা দিব্যেন্দুকে নিয়ে আশাবাদী হতে পারে তৃণমূল। 

বুধবার কাঁথিতে তৃণমূলের সভায় দেখা মেলেনি অধিকারীদের। শিশিরবাবু কী করবেন তা নিয়ে তৃণমূলের অন্দরে ধোঁয়াশা আছে ঠিকই পাশাপাশি শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ায় শিশির-দিব্যেন্দুর পক্ষে যে দলের হয়ে প্রকাশ্য কর্মসূচিতে অংশ নেওয়া কঠিন তাও বুঝতে পারছেন তৃণমূলের শীর্ষ নেতারা। ফলে এখন তৃণমূল অপেক্ষা করছে শিশির অধিকারী কী করেন তা দেখতে। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। এখনও ভবিষ্যৎ পরিষ্কার করেননি শিশির-দিব্যেন্দু। কিন্তু একটা বিষয় পরিষ্কার, খুব বেশিদিন নীরবতা বজায় রাখতে পারবেন না শান্তিকুঞ্জের বাসিন্দারা। কারণ ক্রমেই চাপ বাড়ছে শিশির-দিব্যেন্দুর উপর। রাজনৈতিক মহল বলছে, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে শিশির-দিব্যেন্দু জল মাপতে আর কতদিন নেন সেটাই দেখার। 

Comments are closed.