দিদিকে ফোন করে বলব CBI চাই, সিটের ওপর ভরসা নেই: আনিসের বাবা

সিবিআই তদন্তের দাবিতে অনড় নিহত ছাত্রনেতা আনিস খানের পরিবার। মঙ্গলবার বিশেষ তদন্তকারী দলের সদস্যদের সামনেই আনিসের বাবা সাফ জানান, সিটের ওপর তাঁদের ভরসা নেই। মুখ্যমন্ত্রীকে ফোন করে আবেদন করবেন যাতে এই ঘটনার তদন্তভার অবিলম্বে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।

যদিও আনিসের বাবা ও দাদা জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর তাঁদের আস্থা রয়েছে। কিন্তু হত্যার অভিযোগ যে পুলিশের দিকে তাঁদের ওপর তাঁরা আস্থা রাখতে পারছেন না। আনিসের দাদার কথায়, দিদিকে আমরা অমান্য করবো না। কিন্তু আমাদের সিবিআই তদন্ত চাই।

মঙ্গলবার বেলার দিকেই আনিসের বাড়ি যান সিটের সদস্যরা। পৌঁছনো মাত্রই তদন্তকারীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। সিটের সদস্যরা আনিসের পরিবারের সঙ্গে একান্তে কথা বলতে চায়। কিন্তু তদন্তকারীদের প্রস্তাব নাকচ করে সাংবাদিকদের সামনেই পরিবারের লোকজন কথা বলতে চান।

অন্যদিকে আনিসের রহস্যজনক মৃত্যু ঘিরে এদিন উত্তাল হয়ে ওঠে শহর কলকাতা। দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নবান্ন অভিযানের ডাক দেন। দফায় দফায় পুলিশি বাধা এড়াতে মিছিলের রুট পরিবর্তন করে কলেজস্ট্রীট পর্যন্ত পৌঁছে যায় প্রতিবাদ মিছিল। সেখানে পুলিশি বাধার মুখে পড়ে কলেজস্ট্রিট মোড়েই বিক্ষোভ শুরু করেছে পড়ুয়ারা।

Comments are closed.