আজ ‘প্যালিনড্রোম ডেট’, এই শতাব্দীর শেষে এই দিনটি আবার কবে আসবে জানেন

আজকের ইংরাজি তারিখ নিয়ে নেট দুনিয়ায় হইচই। কিন্তু কী বিশেষত্ব আজকের দিনটির। জানেন। আজ ২২.০২.২০২২। এটি ‘প্যালিনড্রোম ডেট’। সোজা, উল্টো সবদিকেই সমান সংখ্যা দেখা যাবে দিনটি।

আজ মঙ্গলবার এবং প্যালিনড্রোম। তাই ও অনেকে আবার দিনটিকে বলছেন টুজডে। এই তারিখ আবার আসবে ১১ বছর পর। ২০৩৩ সালে ৩ মার্চ আনার আসবে এই দিন। অর্থাৎ ৩.৩.৩৩। এর আগে ‘প্যালিনড্রোম ডেট’ ছিল ২০১১ সালের ১১ জানুয়ারি অর্থাৎ ১১.১.১১। এই শতাব্দীর শেষ ‘প্যালিনড্রোম ডেট’ পড়বে ২০৯২ সালের ২৯ ফেব্রুয়ারি অর্থাৎ লিপ ডে।

বিশেষ এই দিনে কিছু জিনিসপত্র এবং কোনও কোনও রেস্তোরাঁ খাবারে ছাড় দিয়েছে। কোনও কোনও রাজ্য আবার দুর্ঘটনা এড়ানোর জন্য পথচলতি মানুষকে সাবধানও করে দিচ্ছে।

Comments are closed.