শীতলকুচি কাণ্ডে CID’র কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

১০ এপ্রিল শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় গত সোমবার হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়

শীতলকুচি কাণ্ডে ৫ মে’র মধ্যে সিআইডির কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।

১০ এপ্রিল শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় গত সোমবার হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলারই শুনানি ছিল শুক্রবার।

সরকারি আইনজীবী জানান, কোচবিহারের মাথাভাঙ্গা থানায় ১০ এপ্রিলের ঘটনায় এফআইআর করা হয়েছে। ওই এফআইআরের ভিত্তিতে রাজ্য সরকার সিআইডিকে দিয়ে তদন্ত করানোর সিদ্ধান্ত নিয়েছে। তারপরেই আদালত জানায় ৫ এপ্রিলের মধ্যে সিআইডিকে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে।

জনস্বার্থ মামলায় জনৈক আইনজীবী শীতলকুচি কাণ্ডে দোষীদের শাস্তির দাবি জানানোর পাশাপাশি আদালতের কাছে আর্জি জানান, যাতে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। পাশাপাশি তিনি আদালতের কাছে এও আর্জি জানান যে শীতলকুচির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর যে কোম্পানি চালিয়েছিল বাকি দফার নির্বাচনগুলিতে সেই কোম্পানিকে কমিশন ভোট পরিচালনার কাজ থেকে বিরত রাখুক।

কমিশনের আইনজীবী বলেন, ক্ষতিপূরণের দাবি তাঁরা মেনে নিচ্ছেন। তবে ক্ষতিপূরণের টাকা কোনও একজন ব্যক্তির হাত দিয়ে মৃত চারজনের পরিজনদের দিতে রাজি নয় কমিশন।

Comments are closed.