মুখ্যমন্ত্রীর ডাকা আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠকে হাজির বিজেপি সাংসদ-বিধায়কেরা 

মঙ্গলবার শিলিগুড়ির উত্তর কন্যায় আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই বৈঠকেই উপস্থিত ছিলেন মাদারিহাটের বিজেপি বিধায়ক তথা বিধানসভার মুখ্যসচেতক মনোজ টিগ্গা, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ দশরথ তিরকে। মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে বিজেপির তিন প্রতিনিধির উপস্থিতি ঘিরে জল্পনা দানা বেঁধেছে। 

রাজনৈতিক মহলের একাংশের দাবি, প্রশাসনিক বৈঠকে যে কোনও দলেরই জনপ্রতিনিধি উপস্থিত থাকতে পারেন। এটা খুবই সাধারণ ঘটনা। কিন্তু বর্তমানে রাজ্য রাজনীতিতে তৃণমূলের সঙ্গে বিজেপির যে সম্পর্কে তাতে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। বিশেষ করে শিলিগুড়ি পুরসভা জয়ের মাধ্যমে তৃণমূল উত্তরবঙ্গেও যেখানে নিজেদের জমি শক্ত করেছেন। 

এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটি একটি রুটিন বৈঠক ছিল। প্রতিবছরই উত্তরবঙ্গ সফরে এসে তিনি এটি করে থাকেন। এদিন আদিবাসীদের উন্নয়নের জন্যও বেশ কিছু নতুন ঘোষণা করেন তিনি। মমতা ব্যানার্জি বলেন, আগামী ৫ বছরে আদিবাসীদের জন্য আরও ২০ লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্যসরকার। সেই সঙ্গে আদিবাসীদের জমি অধিগ্রহণও বন্ধ করতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। 

Comments are closed.