বঙ্গভঙ্গ: এবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

জন বার্লার পর এবার সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল। আলিপুরদুয়ার থানায় মঙ্গলবার অভিযোগ দায়ের করেন আলিপুরদুয়ারের তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ কর।

তিনি সৌমিত্র খাঁয়ের পাশাপাশি জন বার্লার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, এই দুই বিজেপি সাংসদ বাংলা ভাগের চক্রান্ত করছেন। বিভিন্নভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আগামীদিনে রাজ্যের অন্য থানাগুলিতেও অভিযোগ দায়ের হবে বলে জানান তিনি।

সোমবার সৌমিত্র খাঁয় দাবি করেন, রাঢ়বঙ্গ ভেঙে আলাদা রাজ্য তৈরি হোক। তিনি বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল এবং রাঢ়বঙ্গ নিয়ে আলাদা রাজ্যের দাবিও করেন তিনি। এর আগে জন বার্লা বলেন, রাজ্যে যা সন্ত্রাস চলছে, তাতে উত্তরবঙ্গ ভেঙে আলাদা রাজ্য তৈরি হলে আমরা সুরক্ষিত থাকব। ইতিমধ্যেই বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। এবার সেই তালিকায় জুড়ে গেল সৌমিত্র খাঁয়ের নামও।

এই দুই বিজেপি সাংসদের মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, এই ধরণের মন্তব্যকে তিনি সমর্থন করেননা। অধীর চৌধুরী জানিয়েছেন, উত্তরবঙ্গকে নিয়ে যে আওয়াজ তোলা হয়েছে, এর পিছনে অন্য রাজনীতি আছে।

Comments are closed.