করোনার তৃতীয় ঢেউ রুখতে কমিটি গড়ল রাজ্য

বিশেষজ্ঞরা জানিয়েছেন, পুজোর আগেই আছড়ে পড়তে পারে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। আর সেই ঢেউ মোকাবিলায় প্রস্ততি শুরু করে দিল রাজ্য সরকার।
১০ বিশেষজ্ঞের কমিটি গড়েছে রাজ্য সরকার।

সেই কমিটিতে আছেন বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পাল, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যোগীরাজ রায় ও বিভূতি সাহা, এসএসকেএমের অভিজিত্‍ চৌধুরী সহ ৬ চিকিৎসক। বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমিত হয়ে পারে শিশুরা। তাই ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পালকে এই কমিটিতে নিয়োগ করা হয়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নেতৃত্বে এই কমিটিকে কাজ করতে হবে।

কমিটি হাসপাতাল পরিদর্শন করবে, হাসপাতালগুলিতে পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে সরকারকে পরামর্শ দেবে।

Comments are closed.