স্থিতিশীল আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বুধবার সকালে ফুসফুসের সংক্রমণ নিয়ে বাইপাসের ধারে রুবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেতা। অনেকদিন ধরেই সিওপিডিতে ভুগছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বুধবার সকালে শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পেলে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বৃহস্পতিবারও তাঁকে আইসিইউতে রাখা হয়েছে, কিন্তু তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য তাঁকে যে পরিমাণে অক্সিজেন দিতে হচ্ছিল তা কিছুটা কমানো হয়েছে। বৃহস্পতিবার বাড়ির লোকের সঙ্গে কথাও বলেছেন প্রবীণ অভিনেতা।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। চিকিৎসকরা সবসময় তাঁর ওপর নজর রাখছেন। তাঁর সোডিয়াম এবং পটাশিয়ামের মাত্রাও অনেকটা কমে গিয়েছিল। তবে জানা গিয়েছে, ধীরে ধীরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
Comments