বিনিয়োগ ৩ হাজার কোটি, মুর্শিদাবাদের রেজিনগরে হবে ই-বাস কারখানা 

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ২০০৯ সালে মুর্শিদাবাদের রেজিনগরে প্রায় ৬০ একর জমিতে শিল্পতালুক উদ্বোবধন করেছিলেন। শিল্পতালুক গড়ে উঠলেও ১ দশকেরও বেশি সময় কেটে গিয়েছে, রেজিনগরে কোনও শিল্প আসেনি। এবার সেখানেই রাজ্য সরকারের উদ্যোগে দক্ষিণ ভারতের একটি সংস্থা ই-বাস কারখানা গড়ে তুলবে। বিনিয়োগ হবে প্রায় ৩ হাজার কোটি টাকা। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে এই মর্মে সংস্থার সঙ্গে রাজ্যের মউ স্বাক্ষর হয়েছে। 

দক্ষিণ ভারতের ওই সংস্থা ‘কৌশিস মবিলিটি প্রাইভেট লিমিটেডের’ সিও রবিকুমার পাঙ্গা জানিয়েছেন,আগামী ২ বছরের মধ্যে কারখানা তৈরি হয়ে যাবে। ইতিমধ্যেই জমি হস্তান্তরের কাজ শুরু হয়েছে। সংস্থার তরফে দাবি ই-বাস কারখানাকে কেন্দ্র করে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ৬০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এতদিন পরে শিল্পতালুকে কারখানা তৈরির ঘোষণা হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি মুর্শিদাবাদবাসী। জাতীয় সড়কের পাশে পলাশী সুগার মিলের ৬০ একর জমিতে এই কারখানা রাজ্যের অর্থনীতিতেও ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশের। 

উল্লেখ্য দেশের বাইরেও এই সংস্থা ই-বাস রপ্তানি করে থাকে। কার্যত সারা পৃথিবীতেই সংস্থার তৈরি ই-বাসের চাহিদা রয়েছে। সেক্ষত্রে সংস্থার তরফে রাজ্যে বিনিয়োগের ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। রাজ্যের এক আধিকারিকের কথায়, প্রাথমিকভাবে শুধু রাজ্যের চাহিদা মতো বাস তৈরি হলেও, পরে বিদেশে রপ্তানির জন্যও পশ্চিমবঙ্গেই বাস তৈরি করার পরিকল্পনা রয়েছে ই-বাস সংস্থার।  

 

  

Comments are closed.