পরিবেশ পরিচ্ছন্ন রাখতে অভিনব উদ্যোগ রেলের; ১ অক্টোবর থাকছে বিশেষ লোকাল 

একটি সুস্থ পরিবেশের জন্য প্রাথমিক শর্ত হলই সবার আগে পরিষ্কার, পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন। আর এই দিকটিকে গুরুত্ব দিয়েই একটি অভিনব উদ্যোগ নিল ভারতীয় রেল। যার মূল বার্তাই হল, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। আর এই বার্তা পৌঁছে দিতেই একটি বিশেষ কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় রেল। 

রেল সূত্রে খবর, ১ অক্টোবর একটি বিশেষ ট্রেন যাত্রার আয়োজন করা হয়েছে। যেখানে, সাধারণ ট্রেন যাত্রীরাও সাফাই অভিযানে অংশগ্রহণ করতে পারবেন। জানা গিয়েছে, এদিন মনীষীদের বাণী থেকে শুরু করে সাফাইয়ের বার্তা সম্বলিত একটি বিশেষ লোকাল ট্রেন হাওড়া থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে ছাড়া হবে। এবং ব্যান্ডেল যাওয়ার পথে প্ৰতটি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। আর পাঁচটা লোকাল ট্রেনের মতোই ট্রেনটি চলবে। যার মূখ্য উদ্দেশ্য সাফাই নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা। 

ঝুড়ি, কোদাল, ঝাঁটা সবই ট্রেনের মধ্যে থাকবে। সাধারণ যাত্রী, রেলের কর্মচারী, উচ্চ পদস্থ কর্তা সবাই উপস্থিত থাকবে বিশেষ এই ট্রেন যাত্রায়। এবং প্রত্যেকেই রেলের এই অভিনব সাফাই অভিযানে অংশগ্রহণ করবে। 

Comments are closed.