সমাজের সব স্তরের নারীদের বিশেষ সম্মান, নারী দিবসে শ্রদ্ধা গুগুল ডুডলের

৮ মার্চ, আন্তর্জাতিক নারীদিবসে বিশেষ শ্রদ্ধা গুগল ডুডলের। সমাজের সব স্তরের মহিলাদের সম্মান জানিয়েছে গুগুল। চলতি বছরে আন্তর্জাতিক নারী দিবসের থিম পরিবেশ আন্দোলন এবং পরিবেশ রক্ষায় নারীর অবদান। সেটিকে তুলে ধরেছে গুগুল। এছাড়াও গৃহবধূ নারী, শিল্পী নারী, চিকিৎসক নারী আবার কখনও আলোকচিত্রী নারীদের তুলে ধরা হয়েছে।

বছরের বিশেষ দিনগুলিতে নিজেকে অন্যভাবে সবার সামনে তুলে ধরে গুগল। এখন সমাজের মহিলারা সংসার, সন্তান সামলানোর পাশাপাশি বাইরেও স্বচ্ছল। তাঁরা রোজগার করছে। সেইসব নারীদের কুর্নিশ জানাতেই পরিবেশ আন্দোলন ও পরিবেশ রক্ষায় নারীর অবদানকেই থিম হিসাবে তুলে ধরেছে গুগল এই বিশেষ দিনে।

গুগল ডুডলের প্রধান শিল্পী থোকা মায়ের জানিয়েছেন, একজন নারী যাই করুন না কেন, তার স্বীকৃতি পাওয়া দরকার। বাড়ির বাইরে ও ভিতরের নারীদের যে কাজগুলি করতে হয়, তার সম্মান পাওয়া দরকার বলে মনে করেন তিনি।

Comments are closed.