ডিসেম্বরেই প্রাথমিকের TET? পর্ষদের বৈঠক ঘিরে শুরু জল্পনা 

সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে টেট পরীক্ষা হতে চলেছে। পর্ষদের বৈঠক ঘিরে এমনটাই জল্পনা শুরু হয়েছে। শুক্রবারই প্রাথমিক শিক্ষা পর্ষদের এড হোক কমিটি বৈঠকে বসেছে। জানা গিয়েছে, এদিন কমিটির অন্যান্য সদস্যদের থেকে এব্যাপারে মত নেওয়া হতে পারে। এবং সব ঠিক থাকলে, ডিসেম্বরের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে পরীক্ষা নিলে কোনও অসুবিধা হবে না, রাজ্যকে এমন একটি প্রস্তাব পাঠাতে চলেছে পর্ষদ। 

পর্ষদ সূত্রে খবর, বিভিন্ন জেলায় কতজন পরীক্ষা দিতে পারে তার একটি তালিকা চাওয়া হয়েছে। সেই অনুযায়ী কতগুলি পরীক্ষা গ্রহণ কেন্দ্র হবে তারও হিসেবে চেয়েছে পর্ষদ। জানা গিয়েছে, বেশ কয়েকটি জেলা থেকে ইতিমধ্যেই পর্ষদের কাছে সেই তালিকা এসে পৌঁছেছে। সেগুলোকেও পর্যালোচনা করা হচ্ছে। তবে ডিসেম্বরে পরীক্ষা নিতে হলে পর্ষদকে খুব দ্রুত বিজ্ঞপ্তি জারি করতে হবে। এদিনের বৈঠকে সে নিয়েও আলোচনা হতে পারে বলে খবর। 

Comments are closed.