আপার প্রাইমারির নিয়োগ জটিলতা কি এবার সমাধানের পথে? নতুন বিজ্ঞপ্তি জারি করল SSC 

অবশেষে প্রাইমারি নিয়োগ জটিলতা কি কাটতে চলেছে? শুক্রবার তেমনই ইঙ্গিত মিলেছে। এদিন হাইকোর্টের নির্দেশে নিয়োগ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি করল এসএসসি। কী রয়েছে এসএসসির বিজ্ঞপ্তিতে? 

এদিন বিজ্ঞপ্তি জারি করে ইন্টারভিউতে ডাক না পাওয়া ১১০০ চাকরি প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ওই চাকরি প্রার্থীদের অভিযোগ ছিল, তাঁরা লিখিত পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউতে ডাক পাননি। এদিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ অর্থাৎ শুক্রবার থেকে তালিকায় থাকা ১১০০ প্রার্থীকে এসএসসির ওয়েবসাইটে গিয়ে নিজেদের নথি আপলোড করতে বলা হয়েছে। ১৩ আগস্ট নথি আপলোডের শেষ তারিখ। এর পর পর্যায়ক্রমে প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। 

২০১৪ সালে আপার প্রাইমারিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু মাঝে ৮ বছর কেটে গেলেও এখনও নিয়োগ আটকে। যা নিয়ে চাকরি প্রার্থীদের একাংশ লাগাতার আন্দোলনও শুরু করেন। সম্প্রতি তাঁরা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করতে চেয়েও ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদের অফিসের সামনে ধর্নায় বসেছিলেন। এদিন আদালতের নির্দেশে এসএসসির বিজ্ঞপ্তি জারি নিয়ে আশায় বুক বেঁধেছেন চাকরি প্রার্থীরা। নিয়োগ নিয়ে জটিলতা কাটে কিনা এখন সেটাই দেখার। 

Comments are closed.