বন্দে ভারতে এবার স্লিপার কোচ, গতিও বাড়বে আগের থেকে; সেমি হাইস্পিড ট্রেন নিয়ে পরিকল্পনার কথা জানালেন রেলমন্ত্রী

সম্প্রতি যাত্রা শুরু করেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমানে দেশজুড়ে এই মুহূর্তে প্রায় ১৭টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এর মধ্যে সেমি হাইস্পিড এই ট্রেন নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবার থেকে চেয়ারকারের পাশাপাশি বন্দে ভারতে আসছে স্লিপার কোচও। এবং বর্তমানের ট্রেনগুলোর থেকে নতুন বন্দে ভারতের গতিবেগ আরও বাড়বে বলেই ঘোষণা করেছেন রেলমন্ত্রী। 

হাওড়া-পুরী রুটে নতুন বন্দে ভারতে সফর করার সময়ই সেমি হাইস্পিড ট্রেনের ভবিষৎ নিয়ে একাধিক ঘোষণা করেন রেলমন্ত্রী। তিনি জনিয়েছেন, সব ঠিক থাকলে আগামী বছরের মার্চ মাসের মধ্যেই নতুন এই বন্দে ভারতগুলো প্রস্তুত হয়ে যাবে। সেই সঙ্গে তিনি এও জানান, নতুন ট্রেনের নকশা পুরোনো বন্দে ভারতের থেকে একেবারে আলাদা হবে। সেই সঙ্গে ট্রেনের গতিবেগও ঘন্টায় ২৪০ কিমি পর্যন্ত হবে। অর্থাৎ আরও দ্রুত গন্তব্যে পৌঁছনো যাবে নতুন ট্রেনটি করে। 

রেলের আধিকারিকরা দাবি করেছেন, বন্দে ভারতের স্লিপার কোচের ট্রেনগুলোতে যাত্রাও অনেকবেশি আরামদায়ক হবে। রাজধানী এক্সপ্রেসের থেকেও এটি সুযোগ সুবিধায় এগিয়ে থাকবে বলে দাবি করা হয়েছে। 

Comments are closed.