কী করবেন রাজ্যপাল? বিধানসভা অধিবেশনের প্রথম দিনই তুঙ্গে জল্পনা, হুইপ জারি তৃণমূলের

দুপুর ২ টো থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। তৃতীয়বার জিতে আসার পর প্রথম বাজেট অধিবেশন রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে। আর তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। প্রথা মেনে মমতা সরকারের লিখে দেওয়া ভাষণ কি পড়বেন রাজ্যপাল? সেদিকেই এখন সকলের নজর। 

এদিকে শুক্রবার দুপুর ২ টোয় ২১০ জন বিধায়ককে বিধানসভা কক্ষে হাজির থাকতে হুইপ জারি করেছে তৃণমূল। তবে শুধু শাসক দল নয় রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বিরোধের ছবি তৈরি হয়েছে বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জির। চিঠি পাল্টা চিঠিতে নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে। এই অবস্থায় বসছে বিধানসভার বাজেট অধিবেশন। 

বিধানসভার স্পিকারকে লেখা চিঠিতে আগেরবারের প্রসঙ্গ তুলেছেন রাজ্যপাল ধনখড়। তিনি লিখেছেন, ভাষণের লাইভ টেলিকাস্ট না করে আমাকে অপমান করা হয়েছে। তাঁর আরও দাবি ছিল, সংবিধানের ১৭৬ ধারায় রাজ্যপালের ভাষণের লাইভ টেলিকাস্ট না হওয়া জরুরি অবস্থার সামিল। রাজ্যপালের মূল আপত্তি তাঁকে ব্ল্যাক আউট করে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর ভাষণের লাইভ টেলিকাস্ট নিয়ে। এবার কী হবে? সংঘাতের আবহে শুক্রবার দুপুর ২ টোয় রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বাজেট অধিবেশন।

Comments are closed.