তৃণমূলের অভিযোগের পরই গ্রেফতার ভুয়ো IAS দেবাঞ্জনের দেহরক্ষী অরবিন্দ বৈদ্য

কসবায় ভুয়ো টিকা কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের দেহরক্ষীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অরবিন্দ বৈদ্য। বৃহস্পতিবার অরবিন্দ বৈদ্যের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ের ছবি প্রকাশ্যে এনে তৃণমূল দাবি করেছিল তাঁর সঙ্গে রাজ্যপালের যোগ আছে। বৃস্পতিবার রাতেই অরবিন্দকে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ, দেবাঞ্জন অরবিন্দকে ভুয়ো নিয়োগপত্র দিয়ে কাজে নিয়েছিলেন। দেবাঞ্জনের জাল কারবারের সঙ্গে অরবিন্দের যোগ থাকতে পারে, সন্দেহে তাঁকে জেরা পর্ব শুরু করে পুলিশ। কিন্তু বক্তব্যে অসঙ্গতি থাকায় বৃহস্পতিবার রাতে সোনারপুর থেকে গ্রেফতার করা হয় অরবিন্দকে।

বৃহস্পতিবার রাজ্যসভায় তৃণমূলের চিফ হুইপ সুখেন্দুশেখর রায় দেবাঞ্জনের দেহরক্ষীর দুটি ছবি প্রকাশ করেন। একটি ছবিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অরবিন্দকে। সাংসদ সুখেন্দুশেখর রায়ের চাঞ্চল্যকর অভিযোগ, অরবিন্দের মাধ্যমে বিশেষ বিশেষ ব্যক্তিদের বাড়িতে উপহার পৌঁছে যেত। সুখেন্দুশেখর রায় তদন্তের জন্য গঠিত পুলিশের সিটের দৃষ্টি আকর্ষণ করেন।

এরপরেই সোনারপুর থেকে পুলিশ গ্রেফতার করে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের নিরাপত্তা অফিসার অরবিন্দকে। তাঁকে জেরা করে তদন্তকারীরা মনে করছেন গোটা ঘটনায় দেবাঞ্জনের পাশাপাশি অরবিন্দের যোগ খতিয়ে দেখা প্রয়োজন।

Comments are closed.