সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার

করোনা আবহে ওয়ার্ক ফ্রম হোম চালু হলেও, কাজের পরিমাণ হয়ে গেছে দ্বিগুণ। এদিকে সরকারি ছুটি কাটছাঁট হাওয়ায়, খুব অল্প ছুটিই পেয়েছেন সরকারি কর্মচারীরা। আগামী বছরও কি সরকারি ছুটি থাকবে না? এই নিয়ে অনেকেই ছিলেন চিন্তিত। তবে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে সেই চিন্তা দূর করল রাজ্য সরকার। আগামী বছর, অর্থাৎ ২০২১ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। তবে প্রকাশিত হওয়া এই ছুটির তালিকায় দোলযাত্রা, মহাবীর জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং স্বাধীনতা দিবস রবিবার পড়ে যাওয়ায়, ছুটির দিন কমে গেছে। এক নজরে দেখে নেওয়া যাক আগামী বছরের ছুটির তালিকা।

১. জানুয়ারি: জানুয়ারি মাসের পড়বে আট দিন সরকারি ছুটি। দিনগুলি যথাক্রমে ১, ১২, ২৩ ও ২৬ তারিখ।

২. ফেব্রুয়ারি: ফেব্রুয়ারি মাসে রয়েছে মাত্র দুটি সরকারি ছুটি। সরস্বতী পুজোর জন্য ১৬ এবং ১৭ তারিখ।

৩.মার্চ: মার্চ মাসের শিবরাত্রি উপলক্ষে ও দোল উপলক্ষে যথাক্রমে ১১ তারিখ ও ২৯ তারিখ ছুটি থাকবে।

৪. এপ্রিল: এপ্রিল মাসের ২, ১৪, ১৫ তারিখ থাকবে ছুটি।

৫. মে: মে মাসের ১, ১৪, ১৫ এবং ২৬ তারিখ থাকবে সরকারি ছুটি।

৬. জুন: জুন মাসে থাকছে না কোন সরকারি ছুটি।

৭. জুলাই: ইদুজ্জোহা উপলক্ষে ২১ জুলাই থাকবে ছুটি। এছাড়া ১২ ও ১৩ই জুলাইও ছুটি থাকবে।

৮. অগাস্ট: ১৫ অগাস্ট রবিবার পড়ায় পাওয়া যাবে না স্বাধীনতা দিবসের ছুটি। ১৯ অগাস্ট মহরমের ছুটি রয়েছে।

৯. সেপ্টেম্বর: সেপ্টেম্বরেও নেই কোনও সরকারি ছুটি।

১০. অক্টোবর: ২, ৬, ১৫ তারিক থাকবে ছুটি। অক্টোবরে দুর্গা পুজো পড়ায় ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত থাকবে ছুটি। পুজোর ছুটি চলবে ১১ থেকে ২২ শে অক্টোবর পর্যন্ত।

১১. নভেম্বর: নভেম্বরে কালী পুজো ও ভাইফোঁটার ছুটি চলবে ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত। আবার ৯ ও ১০ নভেম্বর ছট পুজোর ছুটি থাকবে।

১২. ডিসেম্বর : ২৫ শে ডিসেম্বর থাকবে বড়দিনের ছুটি।

Comments are closed.