১০ বছরে মুখ্যমন্ত্রী কী করেছেন? অন্যের ঘাড়ে দোষ চাপানো অভ্যাস হয়ে গিয়েছে; বন্যা পরিস্থিতি নিয়ে মমতাকে আক্রমণ দিলীপের

১০ বছর ধরে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, বন্যা নিয়ন্ত্রণে উনি কী করছেন? রাজ্য সরকার সম্পূর্ন ব্যর্থ।

বন্যা পরিদর্শনে শনিবার ঘাটাল যাওয়ার পথে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মমতা ব্যানার্জির তীব্র সমালোচনা করেন দিলীপ ঘোষ।

বন্যাকে ‘ম্যান মেড’ বলে আখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন পাল্টা মুখ্যমন্ত্রীকেই এক হাত নেন দিলীপ। বলেন, নিজে না পারলে অন্য কারোর ঘাড়ে দোষ চাপিয়ে দেন। এটাই ওনার অভ্যাস।

তৃণমূল নেত্রীর বন্যা কবলিত এলাকা পরিদর্শনকেও ‘ছবি তুলতে যান’ বলে তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, তিন বছর আগে উত্তরবঙ্গে বন্যা হয়েছিল। উনি গেলেন জলের উপর দাঁড়িয়ে ছবি তুলে চলে এলেন। এবারেও তাই করলেন। অথচ রাজ্যের মানুষের অবস্থার কোনও পরিবর্তন হচ্ছে না।

বিজেপি সাংসদের আরও অভিযোগ, কেন্দ্রে হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে। সেসব টাকা কোথায় গেল? সব ওনার ভাইয়েদের কাছে চলে যাচ্ছে।

এদিন ডিভিসিকেও সমর্থন করে বলেন, ডিভিসি রাজ্যের সঙ্গে কথা বলেই জল ছেড়েছিল। ওদের দোষ দিয়ে লাভ নেই।

তারকা সাংসদ দেবকেও এদিন কটাক্ষ করে বলেন, দেবে সাত বছর সাংসদ। ওঁর ‘দিদি’ মুখ্যমন্ত্রী। মানুষ ওদের কেন ভোট দিয়েছিলেন? বন্যায় ভাসবেন বলে?

উল্লেখ্য বন্যা পরিদর্শনে এসে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেছিলেন দেব। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের উদাসীনতার জন্যই ঘাটাল মাস্টার প্ল্যান এখনও কার্যকর হলো না। সেই সঙ্গে দেব বলেন, দিদি প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে না।

শনিবার সকালেই দিল্লি থেকে পশ্চিমবঙ্গে এসেছেন বিজেপি সাংসদ। ঘাটাল, দাসপুর, ক্ষীরপাই সহ বেশকিছু বন্যা কবলিত এলাকা তিনি ঘুরে দেখবেন বলে জানান।

Comments are closed.