প্রার্থী-দ্বন্দ্ব অব্যাহত, টিকিট না পেয়ে এবার পদত্যাগ রাজ্য বিজেপির সহ সভাপতির, চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

দাবি ছিল হুগলি অথবা শ্রীরামপুর আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়ার। কিন্তু প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেল, দুই কেন্দ্রের কোনওটিতেই নাম নেই রাজ্য বিজেপির সহ সভাপতি রাজকমল পাঠকের। প্রতিবাদে সহ সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন রাজকমল। বিজেপির দিল্লির নেতৃত্বের বঞ্চনার শিকার হয়েছেন তিনি বলে অভিযোগ পদত্যাগী সহ সভাপতির।
দীর্ঘ জল্পনার পর বৃহস্পতিবার বিকেলে রাজ্যের ৪২ লোকসভা আসনের মধ্যে ২৮ টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিভিন্ন জেলায় বিজেপি নেতা-কর্মীদের বিদ্রোহ ও অসন্তোষের খবর আসছে। এবার সেই আঁচ এসে পৌঁছল মুরলীধর সেন লেনেও। নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে বিজেপির রাজ্য সহ সভাপতির পদ ছাড়লেন রাজকমল পাঠক। সূত্রের খবর, হুগলি অথবা শ্রীরামপুর লোকসভা আসন থেকে বিজেপির প্রার্থী হওয়ার কথা ছিল রাজকমল পাঠকের। কিন্তু বৃহস্পতিবার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যায় নাম নেই তাঁর। এতেই ক্ষুব্ধ রাজকমল বাবু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। তবে সহ সভাপতির পদ ছেড়ে দিলেও দল ছাড়ছেন না তিনি। কিন্তু তাতেও অস্বস্তি কমছে না রাজ্য বিজেপির অন্দরে।

Comments are closed.