চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের প্রতি মাসে ভাতা দেবে রাজ্য, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য পৃথক তহবিল তৈরি করল রাজ্য। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, একটি বিশেষ ফান্ড তৈরি করা হয়েছে। ১ এপ্রিল থেকেই গ্রুপ সি কর্মীরা মাসিক ২৫ হাজার ও গ্রুপ ডি কর্মীরা মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন।
কয়েক সপ্তাহ আগে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সেই বৈঠকেই ভাতা দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
২০১৬ সালের পরীক্ষার SSC-র পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মধ্যশিক্ষা পর্ষদের তরফে শিক্ষক-শিক্ষিকাদের কাজে পুনর্বহাল করার জন্য আবেদন জানানো হয়েছিল।
তবে, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য আলাদা কোনও নির্দেশিকা দেয়নি কোর্ট। সেই কারণে প্যানেল বাতিল হওয়ায় তাঁরা স্কুলে কাজে যোগ দিতে পারেননি।

Comments are closed.