অনেকটাই কমল সোনার দাম, দাম কমেছে প্রায় ৮ শতাংশ

সম্প্রতি ভারতের বাজারে সোনার দাম সর্বোচ্চ যে পর্যায়ে পৌঁছেছিল, তার থেকে প্রায় ৭.৩ শতাংশ দাম কমেছে।প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ১.৬ শতাংশ। তবে শুধু দেশের বাজার নয়, আন্তর্জাতিক বাজারেও সোনার দাম কমেছে। সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে।
গত বছরের শেষ থেকে সোনার দাম বাড়তে শুরু করেছিল। ধাপে ধাপে বেড়ে এ বছর এপ্রিল মাসে দেশের বাজারে চরমে পৌঁছয় সোনার দাম। করসহ সোনার দাম ১ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছিল। সেই পর্যায় থেকে গত কয়েক দিনে অনেকটা কমেছে সোনার দাম।
দেশের বাজারে সোনার দামে অনেকটা পতন হয়েছে। এর জেরে গত এক মাসের মধ্যে সবথেকে সস্তা হয়েছে সোনা।

Comments are closed.