শেষদিনের প্রচারে কেন্দ্রীয় মন্ত্রীকে পাশে নিয়ে বহিরাগত অভিযোগ সুকান্তর, পালটা দিলেন ফিরহাদ হাকিম

বিধানসভা নির্বাচনের পর কলকাতা পুর নির্বাচনেও উঠে এল বহিরাগত তত্ত্ব। শুক্রবার এমন অভিযোগ শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখে। এদিন কেন্দ্রীয় মন্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতার রাজপথে ঘুরে ঘুরে প্রচার করেন সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করে বলেন, ভোটের জন্য বহিরাগতদের কলকাতায় আনছে তৃণমূল। বৃহস্পতিবার রাত থেকে কলকাতায় বাইরের লোক ঢোকানো হয়েছে। যদিও এর পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম।

ফিহাদ হাকিম বলেন, ভোটের জন্য বাইরে থেকে লোক আনার প্রয়োজন হয়না। গোটা বাংলাই আমাদের। আমাদের আবার বহিরাগতদের দরকার কী? হেরে যাবে জেনে এসব বলছে বিজেপি।

অন্যদিকে কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টে যায় বিজেপি। সুপ্রিম কোর্ট জানায়, এটা হাইকোর্টের বিষয়। হাইকোর্ট যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে বিজেপির আবেদন খারিজ করে দেয়। কলকাতা পুলিশের ওপরই ভরসা করে কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় শিবির। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শনিবার রায় দেবে। অন্যদিকে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, ভোটে তাঁদের কর্মীদের ওপর আক্রমণ করা হলে নবান্ন পর্যন্ত আন্দোলন চলবে।

Comments are closed.