প্রাথমিকে ২৬৯ জনের চাকরি এখনই বাতিল নয়, হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের 

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করেছিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের সেই নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। চাকরি খাওয়ানো ওই ২৬৯ জন হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই এদিন হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত। 

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টে দীর্ঘদিন ধরে মামলা চলছে। প্রাথমিকে ২৬৯ জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন, এই অভিযোগে তাঁদের চাকরি বাতিলের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চ। পরে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান ওই ২৬৮৯ জন। যদিও সেখানেও ধাক্কা খান তাঁরা। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা ব্যানার্জির বেঞ্চ জানিয়ে দেয়, যতদিন না তদন্ত শেষ হচ্ছে ওই ২৬৯ জনকে পুনর্বহাল করা যাবে না। 

এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরি খাওয়ানো ২৬৯ জন প্রাথমিক শিক্ষক। কার্যত তাঁদের দাবিকেই এদিন মান্যতা দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নিয়োগ দুর্নীতি নিয়ে আরও তদন্তের প্রয়োজন। যদিও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। 

Comments are closed.