কেন রাজীব কুমারকে গ্রেফতার করে জেরা করতে চাইছেন, আমাদের প্রমাণ দিয়ে সন্তুষ্ট করুন। তার পরেই ভাবব গ্রেফতারের নির্দেশ দেওয়া নিয়ে, রাজীব কুমার বনাম সিবিআই মামলায় বললেন প্রধান বিচারপতি।
৩ রা ফেব্রুয়ারি কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে সিবিআই হানা নিয়ে তুঙ্গে ওঠে তরজা। সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে রাজীব কুমারকে ৪০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারপরই শীর্ষ আদালতের কাছে কলকাতার প্রাক্তন সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে সিবিআই। মঙ্গলবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি সিবিআইকে বলেন, কোন প্রমাণের ভিত্তিতে রাজীব কুমারকে গ্রেফতার করতে চাইছেন তা আদালতে পেশ করুন।
Related Posts
সিবিআইয়ের পেশ করা প্রমাণে আদালত সন্তুষ্ট হলেই রাজীব কুমারের গ্রেফতারি নিয়ে ভাবনাচিন্তা করা হবে। বুধ ও বৃহস্পতিবার মামলার শুনানি চলবে। বুধবার প্রমাণ পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। এদিন শুনানিতে বিচারপতি সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন, সার্চ ওয়ারেন্ট না থাকা সত্ত্বেও কেন আপনারা রাজীব কুমারের বাসভবনে তল্লাশি করতে গিয়েছিলেন?
সূত্রের খবর, বুধবার সিবিআই সুপ্রিম কোর্টে প্রমাণ ও নথি জমা দেবে। তারপর রাজীব কুমারের আইনজীবী সওয়াল করবেন।