বিড়ম্বনা হাওড়া জেলা বিজেপিতে, জেলা সদরের বিজেপি সম্পাদকের পদ থেকে ইস্তফা সুরজিৎ ঘনিষ্ঠ বিমল প্রসাদের

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলে দল থেকে বহিস্কৃত হয়েছেন বিজেপির হাওড়া জেলা সদরের সুরজিৎ সাহা। এবার হাওড়া জেলা সদরের সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন সুরজিৎ ঘনিষ্ঠ বিমল প্রসাদ। নারদ কেলেঙ্কারি নিয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন সুরজিৎ সাহা। দল থেকে বহিষ্কার করা হয় সুরজিৎ সাহাকে। এই বিষয়ে সুরজিৎ সাহাকেই সমর্থন করেন বিমল প্রসাদ। তিনি বলেন, আমাদের জেলা সভাপতিকে যেভাবে দোষারোপ করা হয়েছে, মেনে নিতে পারছি না। আমার জেলা সভাপতির প্রতিবাদে আমার সমর্থন রয়েছে। যদিও বিমল প্রসাদের কথা গুরুত্ব দিতে নারাজ হাওড়া জেলা বিজেপি।

উল্লেখ্য, নারদা কেলেঙ্কারিকে সামনে রেখে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেছিলেন বিজেপির হাওড়া সদর জেলা সংগঠনের সভাপতি সুরজিৎ সাহা। তাঁর এই মন্তব্যের মাধ্যমেই সামনে চলে আসে বিজেপিতে আদি-নব্যের লড়াই। সুরজিৎ অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপি হাওড়া সদরে কোনও সিট জিততে পারেনি। কারণ অরূপ রায়ের সঙ্গে হাওড়া বিজেপির জেলা কমিটির যোগাযোগ ছিল। আমরা বলতে চাই উনি মাত্র ৬ মাস আগে বিজেপিতে এসেছেন। ওঁর কাছে আমরা যারা বছরের পর বছর ধরে বিজেপি করছি, তাদের সার্টিফিকেট নেব না।

Comments are closed.