বিজেপির ভেতরকার অবস্থা এত খারাপ! ভোটে না দাঁড়ালে বুঝতে পারতাম না; এবার বিস্ফোরক প্রবীর ঘোষাল 

ফের গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা তথা একুশে বিধানসভা ভোটের প্রার্থী প্রবীর ঘোষাল। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেরুয়া শিবিরের তীব্র সমালোচনা করেন প্রবীর। তাঁর বিস্ফোরক মন্তব্য, বিজেপির ভিতরকার অবস্থা এত খারাপ ভাবতে পারিনি। ভোটের আগে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু বাস্তবায়নের সুযোগ দেওয়া হয়নি। 

এখানেই থামেননি উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক। রাজ্য বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, আমাদের মতো লোকেরও কাজের অসুবিধা হচ্ছে। এত বিড়ম্বনার মধ্যে পড়তে হবে ভাবতে পারিনি। সেই সঙ্গে তাঁর চাঞ্চল্যকর দাবি, একাধিক কমিটি ভোটের আগে টাকা টাকা করে পাগল করে দিয়েছে। 

এদিন তৃণমূলের মুখপত্র জাগো বাংলাতেও তাঁর লেখা প্রকাশিত হয়েছে। যার জেরে স্বাভাবিকভাবেই তৃণমূলে ফিরে আসার সম্ভাবনা তৈরী হয়েছে। ঘরওয়াপসির জল্পনা জিইয়ে রেখে তিনি বলেন, মানসিকভাবে বিজেপিতে আমি নেই। তবে এখনই  তৃণমূলে যাচ্ছি না। সময় ও পরিস্থিতিতি বলবে কী সিদ্ধান্ত নেব। 

উল্লেখ্য, ২০১৬ সালে তৃণমূলের টিকিটে উত্তরপাড়া থেকে বিধায়ক হন প্রবীর ঘোষাল। তবে একুশের ভোটার আগে রাজীব ব্যানার্জির সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি, এবং উত্তপাড়া থেকে বিজেপির টিকিটে ভোটেও দাঁড়ান। যদিও  তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিকের কাছে তিনি পরাজিত হন।      

Comments are closed.