বাঁশিতেই বেঁচে থাকা, বাঁশি বাজিয়ে অর্থ উপার্জন ৬০ বছরের অন্ধ এই শিক্ষিত বৃদ্ধের

বাঁশির সুরে তিনি সকলের শোনান 'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে'

বাঁশি বাজিয়ে অর্থ উপার্জন করছেন ৬০ বছরের এক অন্ধ বৃদ্ধ। পশ্চিম মেদিনীপুরের বেলদা সহ বিভিন্ন এলাকায় গেলে শোনা যায় তাঁর বাঁশির সুর। নাম তাঁর ভানু সিংহ। অন্ধ হওয়ায় জন্ম থেকে প্রতিকূলতার মধ্যে কাটিয়েছেন ভানু।

উড়িষ্যার বালেশ্বরের গোপালপুরে জন্ম ভানু সিংহের। ছোটবেলায় বালেশ্বরের একটি অন্ধ স্কুলে বাবা রেখে দিয়ে চলে যায় ভানু সিংহকে। সেই থেকে জীবন সংগ্রাম। পড়াশোনা জানা ভানু সিংহ করেছেন মাধ্যমিক পাশ। কিন্তু বেঁচে থাকতে গেলে দরকার অর্থ। তাই আর পড়াশোনা না করে বাঁশি বাজানোর শিক্ষা নেন ভানু সিংহ। আর এরপর সেই বাঁশিই হয়ে উঠেছে তাঁর অর্থ উপার্জনের পথ।

এখন বয়স হয়েছে। বয়সজজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। কিন্তু ছাড়েননি বাঁশি বাজানো। তাঁর বাঁশির সুরের টানে দূরদূরান্ত থেকে প্রচুর মানুষ ভিড় জমান। রবীন্দ্র সঙ্গীত থেকে শুরু করে বাংলা, হিন্দি নানা রকম গানের সুর তিনি বাঁশির মাধ্যমেই তিনি শোনান মানুষকে। তাঁরাও দেন টাকা। আর সেই টাকাই সম্বল অন্ধ ভানুর। এলাকাবাসীর দাবি, যদি কোনও সরকারি সাহায্য পান ভানু সিংহ।

Comments are closed.