মুকুলের প্রস্তাবে সায় ২২ বিধায়কের, নন্দীগ্রাম জয়ী শুভেন্দুই বাংলার বিরোধী দলনেতা

২০০ আসন পাওয়ার স্বপ্ন পূরণ না হলেও বাংলায় এই প্রথমবার বিরোধী দলনেতা পেল বিজেপি। তিনি নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। প্রথমবার বিধায়ক হয়ে মুকুল রায় প্রস্তাব করেন শুভেন্দুর নাম। ২২ জন বিজেপি বিধায়ক তাঁকে সমর্থন করেন। আর কোনও নাম না আসায় কৈলাস বিজয়বর্গীয় শুভেন্দু অধিকারীর নাম বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করেন। 

জল্পনা ছিল নাম নিয়ে। প্রথমবার বিধায়ক মুকুল নাকি নন্দীগ্রামে মমতাকে হারানো শুভেন্দু, কে হবেন বিরোধী দলনেতা? রাজ্যের মন্ত্রিসভার প্রথম বৈঠক যখন নবান্নে চলছে ঠিক সেই সময় নদীর অন্যপারে বিজেপি ব্যস্ত নেতা বাছতে। মুকুল, শুভেন্দু ছাড়া যে আর কেউ দৌড়ে নেই তা প্রায় পরিষ্কার ছিল। বৈঠকে দেখা গেল যে মুকুলের নাম নিয়ে চর্চা তিনিই প্রস্তাব করলেন শুভেন্দুর নাম। সমর্থন এলো ২২ বিধায়কের কাছ থেকে। 

রাজনৈতিক মহল বলছে, শুভেন্দু অধিকারী যে বিরোধী দলনেতা হচ্ছেন তা নিয়ে আপাতভাবে সংশয় না থাকলেও যেভাবে মুকুল রায় তাঁর নাম প্রস্তাব করলেন তাকে নাটকীয় বললে ভুল হয় না।

Comments are closed.