ভারতছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে মহিষাদলে শ্রদ্ধাজ্ঞাপন মন্ত্রী শুভেন্দু অধিকারীর, দেখুন ভিডিও

১৯৪২ সালের ৮ অগাস্ট মুম্বইয়ে শুরু হয়েছিল ব্রিটিশ ভারতছাড়ো আন্দোলন। যে আন্দোলনের ঢেউ এসে পৌঁছেছিল বাংলায়। আর বাংলায় এই আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিল মেদিনীপুর জেলা। তমলুক, কাঁথি সহ মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ঢেউ উঠেছিল ভারতছাড়ো আন্দোলনের। রবিবার, ৯ অগাস্ট এই ভারতছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে মহিষাদলে শহিদবেদিতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানালেন নন্দীগ্রামের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন সকালে মহিষাদলের শহিদবেদিতে মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ। সামাজিক দূরত্ব বজায় রেখে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী।

Comments are closed.