নন্দীগ্রামে ফের কর্মসূচিতে রাজ্যের পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নন্দীগ্রামে পুজো উদ্বোধন করে সেখানকার শহিদ পরিবারগুলোর হাতে পুজোর উপহার তুলে দিলেন তিনি। প্রতি বছরই এই কর্মসূচি নিয়ে থাকেন তিনি।
কিছুদিন আগেই করোনা সংক্রমিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপরই সুস্থ হয়ে ফের নেমে পড়লেন কর্মসূচিতে।