নন্দীগ্রাম মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুভেন্দু, কটাক্ষ তৃণমূলের

নন্দীগ্রাম মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করে তিনি আবেদন করেন কলকাতা হাইকোর্ট ছাড়া দেশের যে কোনও হাইকোর্টে হোক নন্দীগ্রাম মামলার শুনানি।

বিরোধী দলনেতার অভিযোগ, নন্দীগ্রাম মামলায় বিচারপতিকে সরানোর আবেদন জানিয়ে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছে মামলাকারী মমতা ব্যানার্জি।

যদিও বিরোধী দলনেতার এই আবেদনকে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি এদিন ট্যুইটে বলেন, আমরা তো নির্দিষ্ট কারণে একজন বিচারপতিকে নন্দীগ্রাম মামলাটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলাম, ‘LOP’ তো গোটা কলকাতা হাইকোর্ট থেকেই মামলা ভিন রাজ্যে সরাতে চায় শুনলাম।

শুভেন্দুকে তাঁর খোঁচা, শান্তিকুঞ্জ বড় অশান্তিতে আছে মনে হচ্ছে। সেই সঙ্গে এদিন ফের একবার নন্দীগ্রামের বিধায়ককে সীমাহীন সুবিধাবাদী বলে আক্রমণ করেন।

এদিকে নতুন বিচারপতি শম্পা সরকারের এজেলাসে এদিন নন্দীগ্রাম মামলার শুনানি শুরু হয়। বিচারপতি সরকার এদিন নির্বাচন কমিশনকে নির্দেশ দেন, EVM , VVPAT সহ নন্দীগ্রামের ভোটের সমস্ত নথি সংরক্ষণ করতে। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠানোরও নির্দেশ দেন।

সব মিলিয়ে ভোট শেষ হলেও নন্দীগ্রাম নিয়ে উত্তেজনার পারদ যে নামতেই চাইছে না, শুভেন্দু অধিকারীর পদক্ষেপে এদিন ফের একবার তা স্পষ্ট।

Comments are closed.