মুকুল নিয়ে ভিন্নমত বিজেপির অন্দরে, শুভেন্দুর মতে সায় নেই দিলীপের

PAC চেয়ারম্যান পদে মুকুল রায়ের মনোনয়ন পেশ করার ঘটনা ঘিরে ফের একবার রাজ্য বিজেপির অন্দরের ফাটল প্রকাশ্যে এল। সদ্য বিজেপি ত্যাগী মুকুল রায়ের মনোনয়নে পেশের বিরোধিতা করে যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতির মত, এই বিষয়ে আইনত কিছু করার নেই।

বুধবার মুকুল রায়ের মনোনয়ন জমা নিয়ে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ১৬ তারিখ বিধানসভার স্পিকার তাঁকে ডেকেছেন। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের সমস্ত নথি তিনি স্পিকারের কাছে পেশ করবেন বলে জানান। তাঁর হুঁশিয়ারি, অধ্যক্ষের সিদ্ধান্তের জন্য বেশিদিন অপেক্ষা করবেন না। আদলতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শুভেন্দুর কটাক্ষ, মুকুল রায় বিধায়কই থাকবেন না তো PAC চেয়ারম্যান আবার কী? সেই সঙ্গে তিনি এও দাবি করেন, মুকুল রায়ের এই নমিনেশন জমা দেওয়ার জেরে তাঁর বিধায়কপদ খারিজের লড়াইয়ে শুভেন্দু আরও একধাপ এগিয়ে গেলেন।

শুভেন্দুর দাবির এক্কেবারে বিপরীত অবস্থানে গিয়ে মন্তব্য করলেন সভাপতি দিলীপ ঘোষ। তিনি সাংবাদিকদের জানান, PAC চেয়ারম্যান নিয়ে তাঁর কিচ্ছু বলার নেই। বিরোধী দল থেকে কাউকে এই পদে বসানোর রীতি বিহুদিন চলে আসছে। এখন যদি সরকার সেই রীতি বজায় না রাখে তাহলে আইনত এ নিয়ে কিছু করার নেই।

একই ঘটনায় রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতার দু’রকমের অবস্থানের জেরে ফের একবার বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের সঙ্গে দিলীপ গষ্ঠীর একটা দ্বন্দ্ব রয়েছে বলে মাঝে মাঝেই গুঞ্জন শোনা যায়। ফলত এই আবহে PAC চেয়ারম্যান পদ ঘিরে দিলীপ শুভেন্দুর দু’রকম অবস্থান সেই গুঞ্জনই যেন কিছুটা অক্সিজেন পেল বলে মনে করছেন ওয়াকিবহাল মহলেই একাংশ।

Comments are closed.