বিজেপি ভাইরাস মুক্ত করতে স্যানিটাইজার ছিটিয়ে তৃণমূলে ফেরানো হল একদল কর্মীকে

লাইনে দাঁড়িয়ে আছেন একদল কর্মী সমর্থক। তাঁদের গায়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে স্যানিটাইজার। কিন্তু করোনামুক্ত করতে এই কাজ করা হচ্ছে না। জানা গেছে বিজেপিতে গিয়েছিলেন তাঁরা। এবার তৃণমূলে ফিরতে চান। তাই স্যানিটাইজার ছিটিয়ে তাঁদের ভাইরাস মুক্ত করে শুদ্ধিকরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার বীরভূমের ইলামবাজারে দেখা গেল ওই ছবি। কয়েকদিন আগেই দেখা গিয়েছিল হুগলিতে মাথা মুড়িয়ে পাপের প্রায়শ্চিত্ত করে বিজেপি থেকে তৃণমূলে ফিরেছিল একদল কর্মী সমর্থক। এবার দেখা গেল এই ছবি। এই এলাকার বিজেপির ১৫০ জন কর্মী গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন। এদের মধ্যে বেশিরভাগই ছিল বিজেপির মহিলা মোর্চার সদস্য

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যোগদান অনুষ্ঠানে মানা হয়নি করোনা বিধিনিষেধ। অন্যদিকে ইলামবাজার তৃণমূলে নেতা দুলাল রায় বলেছেন, যাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে ভাইরাস ছিল। তাই তৃণমূলে ফেরানোর আগে ওঁদের ভাইরাস মুক্ত করা হল।
এই নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, তৃণমূলের থেকে বড় ভাইরাস আর কিছু নয়। রাজ্যজুড়ে অরাজককতা চালাচ্ছে। নিজেদের রক্ষা করতে বিজেপি কর্মীরা তৃণমূলে যাচ্ছেন।

এরআগে লাভপুরে বিজেপি কর্মীরা এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করে জানিয়েছিলেন, বিজেপি করে অন্যায় করেছেন। এবার তাঁরা তৃণমূলে ফিরতে চান। তাঁদের ফেরানোও হয়েছিল। এবার স্যানিটাইজার ছিটিয়ে ফেরানো হল দলে।

Comments are closed.