‘বান্ধবীকে নিয়ে পাকিস্থানেই স্বচ্ছন্দে থাকবেন শশী থারুর’, বিতর্কিত মন্তব্য সুব্রমনিয়ন স্বামীর।

‘প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর তাঁর বান্ধবীকে নিয়ে স্বচ্ছন্দে থাকবেন পাকিস্থানেই’, বুধবার সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করলেন বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রমনিয়ন স্বামী। এই দিন সুব্রমনিয়ন স্বামী আরও বলেন ‘তাঁরা শশী থারুরকে দেশ ছেড়ে চলে যেতে বলছেন না। শুধুমাত্র অনুরোধ করছেন, যেখানে তিনি থাকলে অনেক বেশি সহজবোধ করবেন সেখানেই তাঁর থাকা উচিৎ’। উল্লেখ্য, মঙ্গলবার কংগ্রেস নেতা শশী থারুর মন্তব্য করেছিলেন, ‘হিন্দু ধর্মে তালিবান প্রথা শুরু করে দিয়েছে বিজেপি’। এখানেই না থেমে শশী আরও বলেন ‘আপনারা কি আমাকে পাকিস্থানে চলে যেতে বলছেন? আমি কি হিন্দু নই? এ দেশে আমার থাকার অধিকার নেই? এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কে দিয়েছে’? খুব সম্প্রতি প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী মন্তব্য করেছিলেন, ‘২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি জিতলে, ভারত হিন্দু পাকিস্থানে পরিণত হবে’। মঙ্গলবার ফের বিতর্কিত মন্তব্য করেন তিনি। যদিও এর আগেই শশীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস হাইকমান্ড জানিয়ে দিয়েছিল, ‘মন্তব্যে লাগাম টানতে হবে নেতাদের’। এই সতর্কীকরণের পরেও যে নিজের অবস্থান থেকে এতটুকু সরেননি শশী, মঙ্গলবারের বক্তব্য থেকেই তার প্রমাণ মিলল। বিজেপির রাজ্যসভার সাংসদ আরও বলেন ‘কংগ্রেস সাংসদ হিন্দুত্ব নিয়ে এত ভাবিত, অথচ তাঁর হিন্দু স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হল’।

Leave A Reply

Your email address will not be published.