শারীরিক প্রতিবন্ধকতাকে পরাজিত করে নর্থ চ্যানেল জয় করার লক্ষ্যে জলে নামছেন হাওড়ার সাঁতারু

২০১৮ সালে ইংলিশ চ্যানেল ও ২০১৯ সালে ৩ দিনের ব্যবধানে দু’বার আমেরিকার ক্যাটরিনা চ্যানেল অতিক্রম করেছেন তিনি

২০১৮ সালে প্রতিবন্ধকতাকে জয় করে সাঁতরে ইংলিশ চ্যানেল জয় করেছিলেন হাওড়ার বাসিন্দা রিমো সাহা। ২০১৯ সালে মাত্র ৩ দিনের ব্যবধানে দুবার আমেরিকার ক্যাটরিনা চ্যানেল অতিক্রম করেছেন। এবার রিমো সাহা ইউরোপের নর্থ চ্যানেল জয় করার লক্ষ্য নিয়েছেন। কিন্তু এর আগে রাজ্য ও কেন্দ্রীয় সরকারে কাছে সরকারি চাকরির আবেদন জানিয়েছেন হাওড়ার সালকিয়ার বাসিন্দা এই সাঁতারু৷ তাঁর কথায় পরিবারে আর্থিক অবস্থা চিন্তা করেই একটা সরকারি চাকরির দাবি করেছেন তিনি।

ছোটবেলাতেই পোলিও রোগের মারণ কামড়ে ডান পা ক্রমশ অকেজো হয়ে যায়। কিন্তু প্রতিকূলতা রুখতে পারেনি হাওড়ার ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু রিমো সাহাকে। ২০১৮ সালে ইংলিশ চ্যানেলের পর ২০১৯ সালে ক্যাটলিনা চ্যানেল। ২০২০ সালে নর্থ চ্যানেলের জন্য চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছিলেন রিমো। কিন্তু এসে পড়ে করোনা। তবুও নিজের লক্ষ্য ঠিক রেখেছেন রিমো। ২০০৪ সালে সাঁতারে রিমোর কেরিয়ার শুরু।

সাঁতার জীবনের ১৮ বছর অতিবাহিত করে ফেলেছে সে। তাঁর ঝুলিতে রয়েছে ৫১টি স্বর্ণপদক, ৩৮টি রৌপ্যপদক, পাঁচটি ব্রোঞ্জ সহ আরও অনেক রেকর্ড। রিমো জানিয়েছেন, নর্থ আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মাঝে এই নর্থ চ্যানেলের দৈর্ঘ্য প্রায় ৪২ কিলোমিটার। সাঁতার শুরু হবে নর্থ আয়ারল্যান্ডের ডোনাগারি থেকে, শেষ হবে স্কটল্যান্ডে। সাঁতারে সময় লাগবে প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা। রিমো আরও জানান, এরপর সাত সমুদ্র জয় করার ইচ্ছা রয়েছে তাঁর। তিনি আরও জানান, চ্যানেল কর্তৃপক্ষের তরফে ১৭-২২ শে সেপ্টেম্বরের মধ্যে তাকে স্লট দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যেই তাকে নর্থ চ্যানেল জয়ের লক্ষ্যে নামানো হবে।

Comments are closed.