বাংলাদেশে প্রথম রূপান্তরকামী নিউজ অ্যাঙ্কার তাসনুভা আনন শিশির

৮ মার্চ নারী দিবসের দিন ওই টিভি চ্যানেলের হয়ে প্রথম সংবাদ পাঠ করেন তাসনুভা।

নিউজ অ্যাঙ্কার হিসেবে বাংলাদেশে প্রথমবার এক বেসরকারি সংবাদ সংস্থায় নিয়োগ করা হল রূপান্তরকামী তাসনুভা আনন শিশিরকে। ৮ মার্চ নারী দিবসের দিন ওই টিভি চ্যানেলের হয়ে প্রথম সংবাদ পাঠ করেন তাসনুভা।

তাসনুভা আনন শিশির তাঁর ক্যারিয়ার জীবন শুরু করে একজন মডেল হিসেবে। পরবর্তীতে তিনি অভিনয় জগতে কাজ করতে শুরু করেন। যৌন নিপীড়ন এবং বছরের পর বছর হুমকির শিকার হতে হয় তাসনুভাকে। ২৯ বছরের তাসনুভা এক সাক্ষাৎকারে জানান, “আমি চারবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম। বেশ কয়েক বছর হয়ে গেল পরিবার আমার সঙ্গে যোগাযোগ রাখে না।” তিনি আরও বলেন, “প্রত্যেকটা মানুষ তার মানব জীবন নিয়ে বাঁচুন, তাকে যেন এক ঘরে করে না দেওয়া হয়।”

তাসনুভার আশা তাঁকে দেখে অন্যান্য বোনেরা উৎসাহ পাবে। রূপান্তরকামী নারীদের নিয়ে মানুষের বদ্ধমূল ধারণায় পরিবর্তন আসবে।

Comments are closed.