আলিপুরদুয়ারে চা বাগানে বিজেপি ও আরএসপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বহু পরিবার, দেখুন ফটো গ্যালারি

উত্তরবঙ্গে ফের বিজেপিতে ভাঙন ধরিয়ে এবার চা বাগানে শক্তিবৃদ্ধি তৃণমূলের। বিজেপির পাশাপাশি, আরএসপি থেকেও চা বাগানের একাধিক পরিবার যোগ দিলেন তৃণমূলে।

লোকসভায় আলিপুরদুয়ার জেলায় বিপর্যয় হয়েছে তৃণমূলের। সেই হারানো জমি পুনরুদ্ধারে এবার জেলার চা বাগানগুলিতে সংগঠন বৃদ্ধিতে বাড়তি উদ্যোগ নিল শাসক দল। সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজেই উত্তরবঙ্গে গিয়ে প্রশাসনিক বৈঠক করেন এবং চা বাগানের শ্রমিকদের জন্য একাধিক ঘোষণা করেন। চা বাগান খোলা নিয়ে কেন্দ্র যে প্রতিশ্রুতি রক্ষা করেনি, তাও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

এবার আলিপুরদুয়ারের চা বাগানে শক্তিবৃদ্ধির উদ্যোগ নিল তৃণমূল। লোকসভা ভোটের পর এসসি, এসটি অধ্যুষিত আলিপুরদুয়ার জেলার দায়িত্ব তৃণমূল নেত্রী দিয়েছিলেন প্রাক্তন সাংসদ ঋতব্রত ব্যানার্জিকে। বুধবার তাঁর হাত ধরে চিলাপাতার কাছে মথুরা চা বাগান এলাকার বহু মানুষ তৃণমূলে যোগ দিলেন।

সূত্রের খবর, বিজেপি ও আরএসপি ছেড়ে এই চা বাগানের ৬৪ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলার ৫ টি বিধানসভা আসনে সংগঠন বিস্তারে একাধিক উদ্যোগ নিয়েছে তৃণমূল। মূল টার্গেট করা হয়েছে চা বাগানগুলিকে। এই জেলার ভোটারদের একটা বড়ো অংশই চা বাগানে কর্মরত।

এদিন বিজেপি ও আরএসপি ছেড়ে বহু পরিবারের যোগদানে তৃণমূলের শক্তিবৃদ্ধি হবে বলে জানাচ্ছেন তৃণমূল নেতৃত্ব।

Comments are closed.