ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’: ফসল বাঁচাতে জেলা শাসকদের নির্দেশিকা জারি কৃষি দফতরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। এর জেরে সপ্তাহান্তে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা হাওড়া ও কলকাতাতে। বৃষ্টির জেরে ক্ষতি হতে পারে ফসলের। আর এখন চাষ হচ্ছে শীতকালীন ফসল। তাই ফসলকে ক্ষতির হাত থেকে বাঁচাতে ১০ জেলার জেলা শাসকদের নির্দেশিকা পাঠিয়েছে রাজ্যের কৃষি দফতর। এই জেলাগুলি হল দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, হাওড়া, মুর্শিদাবাদ এবং মালদা।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশিকায় অ্যাডভাইজারি জারি করেছে রাজ্যের কৃষি দফতর। এই নিয়ে বুধবার সন্ধ্যায় কৃষি দফতরে একটি বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চ্যাটার্জি, কৃষি দফতরের সচিব ওঙ্কারসিং মিনা। কৃষিমন্ত্রী শোভনদেব চ্যাটার্জি জানিয়েছেন, কৃষকদের বিশেষ সাবধানতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন আলুর চারা লাগাতে বারণ করা হয়েছে অ্যাডভাইজারিতে। বলা হয়েছে আরও এক সপ্তাহ পিছিয়ে দিতে হবে আলু চারা লাগানোর কাজ। শোভনদেব চ্যাটার্জি আরও জানিয়েছেন, অ্যাডভাইজরিতে বলা হয়েছে, এখনই পাকা ধান কেটে ফেলতে হবে। ফসলের ক্ষেতে জল যেন না জমে তাই নালা তৈরী করে রাখতে হবে। এর আগে যশ ও আমফানে ক্ষতি হয়েছে ফসলের। তার জেরে দাম বেড়েছে শাক সবজির। আবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। তাই এবার বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার।

Comments are closed.