পুজোর আগেই বড় ঘোষণা রাজ্যের, বাড়ানো হল সরকারি কর্মীদের পারিবারিক পেনশন

পুজোর আগেই রাজ্য সরকারের বড় ঘোষণা। বাড়ানো হল রাজ্য সরকারি কর্মীদের পারিবারিক পেনশনের ঊর্ধ্বসীমা। আগে প্রতি মাসে পারিবারিক পেনশন দেওয়া হত সর্বোচ্চ ৩৬০০ টাকা। এবার তা বেড়ে হয়েছে ৯০০০ টাকা। বৃহস্পতিবার একটি নির্দেশিকা জারি করেছে নবান্ন। সেই নির্দেশিকায় ষষ্ঠ পে কমিশনের সুপারিশ অনুযায়ী পারিবারিক পেনশনের ঊর্ধ্বসীমা বাড়ানোর কথা বলা হয়।

দেখুন নবান্নের জারি করা বিজ্ঞপ্তি

প্রয়াত সরকারি কর্মীর স্ত্রী, স্বামী, বাবা, মা, বিবাহ বিচ্ছিন্না মেয়ে, বিধবা বা অবিবাহিত মেয়েরা পারিবারিক পেনশন পান। মাসিক সর্বোচ্চ পেনশন বাড়লেও অন্য নিয়মগুলি একই থাকছে। এর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানিয়েছিলেন, ১২ হাজার টাকা পর্যন্ত উৎসব বোনাস পাবেন সরকারি কর্মীরা।

এছাড়াও যাঁরা পেনশন পান তাঁদের ক্ষেত্রে উৎসব বোনাস হিসেবে ২৫০০ টাকার ঘোষণা করেন তিনি। ইদের আগে নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সরকারি কর্মীদের বোনাস ৪৫০০ টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত করা হবে। এছাড়াও ৩৬ হাজার টাকার কম মাসিক বেতনের কর্মীরা ৪ হাজার টাকা অগ্রিম পাবেন বলেও জানানো হয়েছিল। এই ঘোষণায় খুশি হয়েছিলেন সরকারি কর্মীরা। বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মীদের পারিবারিক পেনশনের ঊর্ধ্বসীমা বাড়ানোয় ফের খুশির হাওয়া।

Comments are closed.