সরকারি কর্মীরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন তেজস এক্সপ্রেসে

এবার কেদ্রীয় সরকারি কর্মীরা বিনামূল্যে তেজস এক্সপ্রেসে চড়তে পারবেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এই সুখবর দিল অর্থ মন্ত্রক। অর্থ মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাঁরা তেজস এক্সপ্রেসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। তবে অফিসিয়াল ট্যুরের সময় এই ছাড় পাবেন। এই বিজ্ঞপ্তি সরকারি আধিকারিকদের প্রিমিয়াম ট্রেনে সফরের অনুমতি দিয়েছে।

সরকারি আধিকারিকরা প্রিমিয়াম ট্রেন, প্রিমিয়াম তৎকাল ট্রেন, রাজধানী, শতাব্দী ও দুরন্ত ট্রেনে ভ্রমণ করার অনুমতি পান। সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে প্রিমিয়াম ট্রেনের তালিকায় তেজস ট্রেনকে যুক্ত করা হয়েছে। এই ক্ষেত্রে তেজস ট্রেনে বিনামূল্যে অফিসিয়াল ট্যুর করতে পারবেন সরকারি কর্মীরা। এছাড়াও নির্দিষ্ট সফরগুলির ক্ষেত্রে রাজধানী, শতাব্দী এবং দুরন্তের মতো প্রিমিয়াম ট্রেনেও সফরের অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, তেজস দেশের প্রথম ২০ কোচের ট্রেন। এই ট্রেনে প্রতি সিটে এলসিডি স্ক্রিন আছে। এছাড়াও আছে ওয়াইফাই-এর সুবিধা। প্রতিটি কামরায় আছে চা-কফির ভেন্ডিং মেশিন। এখন রাজধানী এক্সপ্রেসে তেজসের মত পরিষেবা পাওয়া যায়। এমন পরিষেবা সহ মোট ৪ টি ট্রেন এখন চলছে। অন্যদিকে রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেশ কিছু প্রিমিয়াম ট্রেন যেমন দুরন্ত, রাজধানী সহ বেশ কিছু ট্রেনে দেওয়া হবে বিনামূল্যে খাবার। ট্রেন যদি ২ ঘণ্টার বেশি দেরিতে চলে তবে যাত্রীকে খাবারের খরচ দিতে হবে না।

Comments are closed.