চিন, শিকাগো, রোমের পর নেপাল, মমতা ব্যানার্জিকে ফের বিদেশ সফরে অনুমতি দিলনা কেন্দ্র

চিন, শিকাগো, রোমের পর এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নেপাল সফরে অনুমতি দিল না কেন্দ্র। নেপালি কংগ্রেসের বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মমতা ব্যানার্জিকে। কিন্তু তাঁকে যাওয়ার অনুমতি দেয়নি বিদেশমন্ত্রক।

সরকারিভাবে নবান্নর তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি। জানা গেছে, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা একটি চিঠি লিখেছিলেন তৃণমূল নেত্রীকে। চিঠিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। মমতা ব্যানার্জি সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিদেশি রাজনৈতিক দল আমন্ত্রণ জানাতে পারে না। কীভাবে মমতাকে আমন্ত্রণ জানানো হল। এই নিয়ে নবান্নের কাছে উত্তর চায় কেন্দ্র। সেই উত্তরও দেয় নবান্ন। কিন্তু এরপরেও মমতাকে অনুমতি দেওয়া হয়নি।

এর আগেও মুখ্যমন্ত্রীকে চিন, শিকাগো, ইতালি সফরে অনুমতি দেওয়া হয়নি। অক্টোবরের মাসের প্রথম সপ্তাহে একটি আন্তর্জাতিক সংস্থার আমন্ত্রণে রোমে যাওয়ার কথা ছিল মমতার। বিশ্বশান্তি এই সম্মেলনে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল পোপ ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকেও। কিন্তু সফরে তাঁকে অনুমতি দেয়নি কেন্দ্র। যুক্তি দেওয়া হয়েছিল, এই অনুষ্ঠান একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়।

Comments are closed.