করোনা আবহে বাড়ল ভোট দানের সময়সীমা

যাঁদের কোভিড আক্রান্ত হওয়ার লক্ষণ পাওয়া যাবে, তাঁরা বর্ধিত সময় ভোট দিতে পারবেন

করোনা পরিস্থিতির জের, ভোট গ্রহণের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। এদিন বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানায়, সকাল ৭ টা থেকে সন্ধ্যে ৬.৩০ পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আগামী ২৭ মার্চ প্রথম দফার ভোট। জানা যাচ্ছে, যাঁদের কোভিড আক্রান্ত হওয়ার লক্ষণ পাওয়া যাবে, তাঁরা ওই বর্ধিত সময় ভোট দিতে পারবেন।

[আরও পড়ুন- মুক্তির পর ফের জেলে পাঁশকুড়ার আনিসুর, তমলুক আদালতের রায় খারিজ হাইকোর্টে]

ইতিমধ্যেই বাংলার নির্বাচন নিয়ে যথেষ্ট তৎপর কমিশন। আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার পরে পরেই কমিশনের তরফে রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিমকে সরানো হয়। এদিকে, এদিন নবনিযুক্ত এডিজি আইন শৃঙ্খলা জগমোহন এবং এডিজি এসটিএফ বিনীত গোয়েলের সঙ্গে নির্বাচনে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক করছেন মুখ্য নির্বাচক আধিকারিক আর এস আফতাব।

Comments are closed.