শর্ত সাপেক্ষে কোভিড রোগীর মৃতদেহ পাবে পরিবার, জারি নয়া নির্দেশিকা

করোনা সংক্রমিত রোগীদের দেহ সৎকারের ক্ষেত্রে নয়া নিয়ম কার্যকর হল। কিছু শর্ত সাপেক্ষে কোভিড রোগীর দেহ সৎকারের অনুমতি দিল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, হাসপাতালে কোভিড রোগীর মৃত্যু হলে দেহ মুড়ে দেওয়া হবে পরিবারের হাতে। এরপর পরিবার সেই মৃতদেহ শ্মশানে সৎকার করতে পারবে। কিন্তু এইক্ষেত্রে দেহ বাড়িতে নিয়ে যাওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
সরাসরি হাসপাতাল থেকে শ্মশানে নিয়ে যেতে হবে মৃতদেহ। আর পুরো বিষয়টি দেখাশোনার দায়িত্বে থাকবেন নোডাল অফিসার। তবে পুরো সৎকারের পদ্ধতি হবে কোভিড বিধি মেনে।

তবে সংকটজনক অবস্থায় কোনও রোগীকে হাসপাতালে আনা হলে তিনি করোনা সংক্রমিত কিনা তা জেনে নিতে হবে। রোগীর মৃত্যু হলে হাসপাতাল থেকে দেহ ছাড়ার সময়ে সমস্যা তৈরি না হওয়ার কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

Comments are closed.