নিমতিতা কাণ্ডে জঙ্গি যোগ ? তদন্তে এনআইএ  

বিস্ফরণের পর ঘটনাস্থল পরিদর্শন করেন এনআইয়ের তদন্তকারীরা

নিমতিতা কাণ্ডে এবার তদন্তের দায়িত্ব নিল কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। এই ঘটনায় ইতিমধ্যেই সিআইডি তিন জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে রয়েছে একজন বাংলাদেশি নাগরিক। 

পুরোনো শত্রুতার জেরে মন্ত্রীকে আক্রমণ করেছেন বলে জানিয়েছিলেন বাংলাদেশি নাগরিক সইদুল। এদিকে সিআইডির অনুমান ছিল মন্ত্রীর উপর আক্রমণের নেপথ্যে বাংলাদেশি জঙ্গিদের হাত থাকতে পারে। বিস্ফরণের পর ঘটনাস্থল পরিদর্শন করেন এনআইয়ের তদন্তকারীরা। তাঁরা নিমতিতা স্টেশন থেকে বেশকিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যান। বাংলাদেশি জঙ্গি যোগের অনুমান থাকায় এই ঘটনার তদন্তভার নিল কেন্দ্রীয় এজেন্সি। এর আগে  খাগড়াগড় কাণ্ডে তদন্তভার নিয়েছিল এনআইএ। সবমিলিয়ে নিমতিতা ঘটনা নিয়ে ফের একবার চাঞ্চল্য সৃষ্টি হল রাজ্যে। 

[আরও পড়ুন- মুক্তির পর ফের জেলে পাঁশকুড়ার আনিসুর, তমলুক আদালতের রায় খারিজ হাইকোর্টে]

উল্লেখ্য গত ১৭ ফেব্র্রুয়ারি রাতে কলকাতায় আসার জন্য নিমতিতা স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা জাকির হোসেন। সেই সময়, দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে গুরুতর আহত হন মন্ত্রী এবং তাঁর বেশ কয়েকজন অনুগামী। এখনও মন্ত্রী চিকিৎসাধীন।       

Comments are closed.