আগামী বৃহস্পতিবার থেকেই কলকাতা মেট্রোয় ফিরছে পুরনো টোকেন ব্যবস্থা

অবশেষে কলকাতার মেট্রোয় ফিরছে টোকেন ব্যবস্থা। আগামী বৃহস্পতিবার থেকেই টোকেন দিয়ে মেট্রোয় উঠতে পারবেন যাত্রীরা। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এতদিন স্মার্ট কার্ড দিয়েই মেট্রোয় উঠতে পারতেন যাত্রীরা। কিন্তু এবার থেকে পুরনো টোকেন ব্যবস্থায় ফিরছে কলকাতা। তবে কোভিড অতিমারিকালে ভিড় এড়াতে বেশিরভাগ যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো তরফে তরফে জানা গিয়েছে, টিকিট কাউন্টার ছাড়াও অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকেও টোকেন পাবেন যাত্রীরা।

কোভিডের জন্য গত বছর ২৪ মার্চ থেকে বন্ধ হয়ে গিয়েছিল মেট্রো চলাচল। এই বছর অবস্থার কিছু উন্নতি হওয়ার পর ফের চালু হয় মেট্রো। কিন্তু টোকেন দিয়ে যাত্রীরা মেট্রোয় উঠতে পারতেন না। শুধুমাত্র স্মার্ট কার্ড গ্রাহকরাই যাতায়াত করতে পারতেন মেট্রোয়। কিন্তু সোমবার বিজ্ঞপ্তি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দেয়, আগামী ২৫ নভেম্বর থেকে পুরনো টোকেন ব্যবস্থায় যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

Comments are closed.