মমতা: ত্রিপুরায় অগ্নিগর্ভ অবস্থা,সায়নীর মতো শিল্পীকেও মার্ডার কেস দেওয়া হয়েছে  

ত্রিপুরার পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা অভিযোগ করেন, ত্রিপুরায় অগ্নিগর্ভ পরিস্থিতি। প্রকাশ্য রাস্তায় গুন্ডারা ঘুরে বেড়াচ্ছেন। যুব সভানেত্রী সায়নী ঘোষের গ্রেফতারি নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বলেন, সায়নীর মতো শিল্পীকে অ্যাটেম্পট টু মার্ডার কেস দেওয়া হয়েছে! শাসনের নামে প্রহসন চলছে বলেও বিপ্ল্ব দেবকে কটাক্ষ করেন তিনি। 

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের উপরে আক্রমণের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে চান তৃণমূল সাংসদরা। সেই মতো সাংসদদের প্রতিনিধি দল অমিত শাহের সময় চেয়েও পায়নি। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিম। তাঁর কথায়, উনি বিজেপি নেতা হতে পারেন। কিন্তু তার সঙ্গে উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।আমাদের সাংসদদের সকাল থেকে ওনার দফতরের সামনে বসে। নূন্যতম সৌজন্য বোধটুকু দেখাননি, দেখা করার সময়ও দেননি। তারপরেই মুখ্যমন্ত্রীর কটাক্ষ, বাংলায় কিছুই হলেই তো মানবধিকার কমিশন, স্বরাষ্ট্রমন্ত্রক ঝাঁপিয়ে পড়ে। ত্রিপুরার জন্য নীরব কেন? 

উল্লেখ্য সোমবারই ত্রিপুরা পৌঁছেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পদক অভিষেক ব্যানার্জি। তাঁর সঙ্গে এদিন আগরতলায় যান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রতী বসু। সায়নীর গ্রেফতার সহ তৃণমূলের উপর আক্রমণের ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক। পুর নির্বাচনের প্রচারে ও রবিবারের ঘটনার প্রতিবাদে এদিন আগরতলায় তৃণমূলের তরফে একটি পথসভা করা হয়।   

Comments are closed.