ফের দাম কমল কেরোসিনের, গরিব মানুষের জন্য সুখবর মোদী সরকারের

নতুন বছরে সাধারণ মানুষের জন্য সুখবর দিল মোদী সরকার। ফের কমল কেরোসিনের দাম। গত তিন মাসে দেশে কেরোসিন তেলের দাম কমল প্রায় এগারো টাকা। ২০২২ সালের জুন মাসে কেরোসিন তেলের দাম প্রতি লিটারে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল।

সেই সময় দেশের সব বিরোধী দল মোদী সরকারের কেরোসিন তেলের দাম বৃদ্ধির নীতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল। গরিবের জ্বালানির একমাত্র সম্বল কেরোসিনের দাম বৃদ্ধি করা হলে দেশের বিরাট অংশের জনতার উপর চাপ বাড়বে, এমনই অভিযোগ করেছিল তারা।

মাত্র দেড় বছরের ব্যবধানে ধাপে ধাপে নরেন্দ্র মোদী সরকার সেই দাম ১০ টাকার বেশি কমিয়েছে। গত বছর নভেম্বরে কেরোসিনের দাম ৪ টাকা ১০ পয়সা দাম কমানো হয়েছিল। ডিসেম্বর মাসে আরও এক বার দাম ৪ টাকা ৭০ পয়সা কমানো হয়। আর নতুন বছরের শুরুতেই ২ টাকা ৫০ পয়সা দাম কমানো হয়েছে।

Comments are closed.